তারকাবহুল চার সিনেমা দেখা যাবে ২৯ টাকায়

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারি। এ উপলক্ষে জমজমাট ঢাকাই শোবিজ। নতুন নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। যেগুলোর গল্প মূলত ভালোবাসা কেন্দ্রিক। তেমনই ভালোবাসার গল্পে নির্মিত চারটি সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। তবে পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা। ‘লাভ স্টোরিজভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ স্লোগানে বিশেষ বন্দোবস্ত করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে লেখক বিশ্বজিৎ চৌধুরীর লেখা ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ বই থেকে বাছাইকৃত চারটি গল্পে নির্মিত হয়েছে শর্টফিল্ম। যেগুলো বানিয়েছেন দেশের আলোচিত চার নির্মাতা। ‘বুকিং’ নামের শর্টফিল্ম নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। যেখানে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেছেন পরীমণি ও এবিএম সুমন। ‘দুঃখিত’ বানিয়েছেন হিট নির্মাতা কাজল আরেফিন অমি। এতে জুটিবেঁধে হাজির হচ্ছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। ‘গাঁইয়া’ নামে ছোট দৈর্ঘ্যের একটি ছবি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। যেখানে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি। আর ‘এক্সট্রা’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে জুটি হয়েছেন নিলয় আলমগীর ও সাবিলা নূর। মজার ব্যাপার হলো, চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একসঙ্গে দেখতে চাইলে মাত্র ২৯ টাকায় দেখা যাবে। তবে আলাদা দেখতে হলে প্রত্যেকটির জন্য লাগবে ১৪ টাকা করে। জানা গেছে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি একদিনেই এসব শর্টফিল্ম মুক্তি পাবে প্ল্যাটফর্মটিতে।

পূর্ববর্তী নিবন্ধসংসার জীবনের গল্পে সজল-তারিন
পরবর্তী নিবন্ধএশিয়ান গ্রুপ কর্পোরেট ফুটসাল টুর্নামেন্টের ট্রফি উম্মোচন