চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে গিয়ে সাব্বির রহমানের ওপর মেজাজ হারান তামিম ইকবাল। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে ব্যাপক। এটি নিয়ে এবার মুখ খুললেন সাব্বির। ফরচুন বরিশালের হয়ে তখন ব্যাট করছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে ‘ফেইক ফিল্ডিং’র শিকার হন তারা। এতেই ক্ষেপে যান তামিম। মূলত বাউন্ডারির কাছে থাকা সাব্বির সরাসরি বল না মেরে মাটিতে ফেলে দেন শুরুতেই। এতেই মেজাজ হারান তামিম। পরক্ষণে সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। ’ এরপর আরও কিছু শব্দ বলেন এই ওপেনার। তবে সেগুলো স্পষ্ট শোনা যায়নি। তবে এতে ক্ষেপে যান সাব্বিরও। তেড়ে আসেন তিনি তামিমের দিকে। পরবর্তীতে থিসারা পেরেরা সাব্বিরকে সরিয়ে নিয়ে যান। বিষয়টি নিয়ে সাব্বির অবশ্য রাগ নন। মাঠের বিষয়টি মাঠের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা বলেন তিনি। উল্টো সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ঢাকার এই ব্যাটার। এক সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি’। ‘উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’