তামিমকে নিয়ে এনসিএল টি-টোয়েন্টির জন্য চট্টগ্রাম বিভাগীয় দলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

প্রায় ১৪ বছর পর আবার জাতীয় ক্রিকেট লিগের টিটোয়েন্টি ভার্সন শুরু হতে যাচ্ছে। গতকাল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের লগো উন্মোচন করা হয়। একই সাথে ঘোষণা করা হয় ৮টি দলের স্কোয়াডও। এনসিএল টিটোয়েন্টির চট্টগ্রাম বিভাগীয় দলে ফিরেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে রেখে শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের। ২০২৩ সালের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলা কালে প্রথম ওয়ানডের পর হঠাৎ করেই তামিম অবসর ঘোষণা করেন। এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেননি তামিম। তবে ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত। বিপিএলের গত আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করিয়েছেন তামিম। দীর্ঘ ১৪ বছর পর শুরু হতে যাওয়া এনসিএল টিটোয়েন্টিতে খেলবেন তামিম। আগামী ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের এনসিএল টিটোয়েন্টির। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেটে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এদিকে এনসিএল টিটোয়েন্টির জন্য ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় দলের স্কোয়াডে তামিম ছাড়াও রয়েছেন মাহমুদুল হাসান জয়, সাব্বির হোসাইন শিকদার, সাদিকুর রহমান, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, ইরফান শুক্কুর, শামীম পাটোয়ারী, সাদ্দাম হোসেন, সাজ্জাদুল হক রিপন, মোমিনুল হক, নাঈম হাসান, আশরাফুল হাসান রোহান, এনামুল হক আশিক, ইফরান হোসেন, ফাহাদ হোসেন, আহমেদ শরীফ, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোহাম্মদ শহীদ।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের মেগা নিলাম আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে সমন্বয় সভা