তামাকের ব্যবহার থেকে বিরত থাকতে হবে

আলোচনা সভায় সিভিল সার্জন

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেছেন, ধূমপান বা তামাকজাত পণ্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তামাকের কারণে মানুষ একদিকে ক্যান্সারসহ মারাত্বক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে আয়ুস্কাল। এরপরও মানুষ সচেতন হয় না। ধূমপায়ীর কারণে অধূমপায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিকে সুস্থসবল রাখতে হলে অবশ্যই তামাক বর্জন করতে হবে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’। সরকারি ছুটির কারণে গতকাল শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে সিভিল সার্জনের নেতৃত্বে সর্বস্তরের কর্মকর্তাকর্মচারীদের নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ এফ এম শামীম। বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াইনু মং মারমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধখলিফা সম্মেলন ও মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সাধারণ সভা