তাপপ্রবাহ : ২ দিনের সতর্কবার্তা, গরম আরো বাড়ার আভাস

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বয়ে চলা মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহের মধ্যে দুই দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলে ওই বার্তায় বলা হয়েছে। খবর বিডিনিউজের।

আবুল কালাম মল্লিক বলেন, ‘সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ৪০ ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পিতা-পুত্রের মাথায় ১৮ সেলাই; পুলিশের অভিযানে ২ আসামি ধরা
পরবর্তী নিবন্ধকাউন্সিলরের সিল নকল করে জন্ম নিবন্ধন সনদ তৈরি