তাপপ্রবাহ আরও দুদিন

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড চুয়াডাঙ্গায়

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

দেশজুড়ে চলমান তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পরিচালক আজিজুর রহমান বলেন, ‘এরকম অবস্থাই চলবে। ৪৩ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা, এর বেশিও আসতে পারে। মে মাসের ২৭ তারিখের ভেতরে তাপমাত্রা প্রশমিত হয়ে আসবে বৃষ্টির ফলে। এসময়ে পুরো বাংলাদেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। ২ মে’র আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।’ খবর বিডিনিউজের।

গতকাল সোমবার সন্ধ্যার বুলেটিনে দেশের ৫৭ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুলেটিনে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহীর উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। খুলনা ও রাজশাহী বিভাগের বাকি অংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

টানা দাবদাহের মধ্যে সোমবার দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। টানা ৩০ দিন ধরে এই পরিস্থতি বিরাজ করছে দেশে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ২ মে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এরপর ঢাকা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত হবে। মে মাসের প্রথম সপ্তাহেই তাপপ্রবাহ প্রশমিত হয়ে আসবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২ মে পর্যন্ত প্রাথমিক, ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ আজ বন্ধ
পরবর্তী নিবন্ধওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নিতে নির্দেশ হাই কোর্টের