তানযীমুল কুররা বাংলাদেশের দ্বি বার্ষিক কাউন্সিল

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

আনোয়ারায় তানযীমুল কুররা বাংলাদেশের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদরাসায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাফেজ ক্বারী মাহমুদুল হাসান গনীর সভাপতিত্বে ও মৌঃ সাইফুল্লাহ এবং কারী আবু বকরের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা কারী সাইফুল্লাহ। বক্তব্য রাখেন, মাওলানা কারী শিব্বির আহমদ, কারী আবুজাবের, কারী নুরুল আমিন, কারী খুরশিদুল আলম, মুফতি আব্দুল হান্নান মানিক, মাওলানা আব্দুর রহিম, হাফেজ মোছলেহ উদ্দিন, কারী জহিরুল হক, হাফেজ আবু হানিফা নোমান, হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদি। সম্মেলনে বক্তরা সংগঠনের দক্ষতা, উন্নয়ন ও কর্মপরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্মেলনের শেষ অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে হাফেজ ক্বারী মাহমুদুল হাসান গণীকে সভাপতি, হাফেজ আবু হানিফা নোমানকে নির্বাহী সভাপতি ও মাওলানা ক্বারী সাইফুল্লাহকে মহাসচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঅটিস্টিক শিশুদের কাছে পেয়ে খুশি সীতাকুণ্ডের ইউএনও
পরবর্তী নিবন্ধবায়েজিদে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি কারাগারে