তাজুশ শরী’আহ্‌ দরসে নিযামী মাদরাসার পুরস্কার বিতরণ

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর বিবিরহাটস্থ তাজুশ শরী’আহ্‌ দরসে নিযামী মাদরাসার ২য় বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন রেযভী। মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্‌ আল মাসুম আলকাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ খাইরুল্লাহ্‌ (মু.জি.)। প্রধান অতিথি ছিলেন আলআমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী (মু.জি.), প্রধান আলোচক ছিলেন আলআমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী রেজভী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা আসরারুল হক আনোয়ারী, মাওলানা মুর্শেদুল হক্ব কাদেরী, মাওলানা জহির উদ্দিন তুহিন, মাওলানা জালালুদ্দীন ও মাওলানা ইব্রাহিম খলীল ওয়াজেদি প্রমুখ। বক্তারা বলেন, দীনি শিক্ষার হারানো সেই গৌরবকে ফিরিয়ে আনতে দরসে নিযামী মাদ্রাসার বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাজ্জাদুল ইসলাম মাদানী, আরবী প্রভাষক মাওলানা ওমর ফারুক আত্তারী, মাওলানা ক্বারী জাবের আহমদ রযভী, প্রফেসর জাহাঙ্গীর কবির, মাওলানা সাকিব রেযা ক্বাদেরী, মাওলানা ইসমাঈল রেযা, ইংরেজি শিক্ষক মুহাম্মদ ফারুক, বাংলা শিক্ষক মুহাম্মদ মিজান, গণিত শিক্ষক ইমরান হাবীব, মাওলানা মুহাম্মদ তওফীক্ব ইলাহি কাদেরী ও মাওলানা আহমদ রেযা প্রমুখ। মাদ্রাসার ২য় বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণ উপলক্ষে ইতিকাদ নামে দেয়ালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠান সূচিতে ছিলো পবিত্র কুরআন তিলাওয়াত, খতমে খাজেগান, হামদনাত পরিবেশনা ও মিলাদক্বিয়াম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে গার্ল গাইডস্‌ কার্যক্রম সম্প্রসারণ নিয়ে সেমিনা
পরবর্তী নিবন্ধহেল্‌থ এসিসট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা