তাজকিয়ার যুগ জিজ্ঞাসার আসর

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.)-এর ১১৯তম ওরশ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন আত্মোন্নয়নমূলক তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া আয়োজিত যুগ জিজ্ঞাসার আসর গত ১২ জানুয়ারি ‘বাঙালি মানসসংস্কৃতি ও মাইজভাণ্ডারী ত্বরিকা’ প্রতিপাদ্য বিষয়ে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় সংলাপে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। আলোচনা করেন শান্তমারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্ব সংকট নিরসন করত বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে এ ত্বরিকার দর্শন। এরই অংশ হিসেবে পবিত্র কোরআনসুন্নাহর দৃষ্টিভঙ্গির আলোকে এদেশের আঞ্চলিক মানসসংস্কৃতি বিবেচনায় রেখে বহু ধর্মবর্ণজাতি ঘেষা এ জাতিকে পারস্পরিক সহমর্মিতাসামাজিকতাশান্তিপূর্ণ মনোভাব পোষণ ও বাস্তবায়ন করার মাধ্যমে বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার দর্শন বাতলে দেয় এ ত্বরিকা। গোড়া থেকেই এদেশের ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা রক্ষায় এ ত্বরিকার অবদান অত্যুজ্জ্বল ও দৃষ্টান্ততুল্য। শেষে তাজকিয়ার কেন্দ্রীয় সভাপতি ডা. কৌশিক সায়মন শুভর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকের সাবেক এজিএম নুরুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ