তাকে যেতে দাও

ড. নাদিয়া ফারহানা | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

যে চলে গেছে- তাকে চলে যেতে দাও।
মিথ্যে পিছুটান মায়াজাল মরীচিকা
স্মৃতির চাদরে বিক্ষত মন
শুকনো পাতার মর্মর শব্দ
ভাবায়, কাঁদায়, ভাসায়।

যে চলে গেছে-তাকে চলে যেতে দাও।
অসমাপ্ত কবিতা ছন্দ হারিয়েছে
উপসংহার নাহয় অস্পষ্ট হোক
ছন্দহীন পুরনো কবিতা
শব্দহীন, বর্ণহীন কথামালা।

যে চলে গেছে- তাকে চলে যেতে দাও।
অতীত ভবিষ্যতের মধ্যবর্তি অবস্‌হান
একমাত্র সত্য, অন্যথায় মোহমায়া।
বৃত্তাকার রংধনু অবস্থান ভেদে অর্ধাকার,
দৃষ্টির অগোচরে লুকিয়ে আছে অন্য সত্য।

পূর্ববর্তী নিবন্ধযে কষ্ট যাকে বলা যায় না
পরবর্তী নিবন্ধগৌরবের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ