তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল কর আইনজীবী শাখার ইফতার মাহফিলে নজরুল ইসলাম

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাহে রমজান মাস তাকওয়া অর্জনের মাস। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের ও তৃতীয় দশক নাজাতের। এই মাসে মহান আল্লাহতায়ালার ঐশীবিধান আলকোরআন নাযিল হয়েছে। এই মাস কোরআনকে জানার, বুঝার ও মেনে চলার মাস। সকল শ্রেণি পেশার মানুষকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। রমজানে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম কর আইনজীবী শাখার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট আব্দুল মালিক, অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট আরিফর রহমান, অ্যাডভোকেট এম কবির হোসাইন, অ্যাডভোকেট আবু আহমদ, অ্যাডভোকেট ফজলুল বারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রদলের নবীন সদস্য সংগ্রহ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ