বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাহে রমজান মাস তাকওয়া অর্জনের মাস। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের ও তৃতীয় দশক নাজাতের। এই মাসে মহান আল্লাহতায়ালার ঐশীবিধান আল–কোরআন নাযিল হয়েছে। এই মাস কোরআনকে জানার, বুঝার ও মেনে চলার মাস। সকল শ্রেণি পেশার মানুষকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। রমজানে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম কর আইনজীবী শাখার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট আব্দুল মালিক, অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট আরিফর রহমান, অ্যাডভোকেট এম কবির হোসাইন, অ্যাডভোকেট আবু আহমদ, অ্যাডভোকেট ফজলুল বারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।