তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বৃহস্পতিবার পিংটং কাউন্টির হাসপাতালে আগুন লাগে। ওই সময় টাইফুন ক্র্যাথন কাছের কাউন্টি কাওশিউংয়ে আঘাত হেনেছিল। ফলে ভেজা ও ঝড়ো আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজ করা দুরূহ হয়ে ওঠে বলে জানানো হয়েছে একটি খবরে। খবর বিডিনিউজের।
তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকটি খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সময় একটি হাসপাতাল ভবন থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে।
প্রায় ৩০০ রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কেউ কেউ কাছের বাণিজ্যিক প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। কাছাকাছি একটি সামরিক ঘাঁটির সেনারা দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে আগুন নেভাতে সহায়তা করে।