মেয়াদোর্ত্তীণ হওয়ায় বিএনপি’র অঙ্গসংগঠন তাঁতীদল চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তাঁতীদল কেন্দ্রীয় কমিটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তিন সদস্যের একটি টিম গঠন করে। গত ৫ এপ্রিল টিমের সদস্যরা চট্টগ্রাম ঘুরে যান। তাদের দেয়া রির্পোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়।
২৯ এপ্রিল থেকে কমিটি বিলুপ্ত উল্লেখ করে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে দলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে ও বিএনপি পুর্নগঠনের অংশ হিসেবে তাঁতীদল চট্টগ্রাম মহানগর এবং দক্ষিণ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।












