টাইফুন ভামকোর প্রভাবে ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনে ব্যাপক বৃষ্টি হয়েছে, এতে রাজধানী ম্যানিলার বহু এলাকা তলিয়ে গেছে, মৃত্যু হয়েছে অন্তত দুই জনের ও নিখোঁজ রয়েছে আরও চার জন। গতকাল বৃহস্পতিবার শহরের নিচু এলাকাগুলোর হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়, আটকা পড়া বাসিন্দারা ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষা করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কোভিড-১৯ মহামারী ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার সংগ্রামরত ফিলিপিন্সে একের পর এক টাইফুন আঘাত হানছে। চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা ২১তম ঘূর্ণিঝড় ভামকো। চলতি মাসের প্রথমদিকে এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনির আঘাতে দেশটিতে ২৫ জন নিহত ও কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। ওই আঘাত পুরোপুরি সেরে ওঠার আগেই আরেকটি টাইফুন দেশটিতে আঘাত হানল। খবর বিডিনিউজের।
ভামাকোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে জরুরিভিত্তিতে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে।বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দুতার্তে দুর্গত লোকজনকে আশ্রয়, ত্রাণ সামগ্রী, আর্থিক সহায়তা ও দুর্যোগ পরবর্তী পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছেন। ম্যানিলার মারিকিনা সিটি এলাকায় প্রায় ৪০ হাজার বাড়ি আংশিক বা পুরোপুরি ডুবে গেছে বলে এলাকাটির মেয়র জানিয়েছেন।