নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্যমেলায় দোকান বসানোকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে মঈনউদ্দিন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল ভোর ৪ টার দিকে খুনের ঘটনাটি ঘটে। এ ছাড়া একই ঘটনায় আহত মোবারক হোসেন (২৭) নামের এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠাইন্যাগুদা এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মো. মোবারক কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মুজাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জেনেছি জাহেদুল ইসলাম বাবু নামে স্থানীয় এক যুবকের সঙ্গে হতাহতদের ‘আর্থিক বিষয়’ নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ভোরে তাদের রাস্তায় পেয়ে ছুরিকাঘাত করে বাবু। আহত দুই জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, পোলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় স্টল বসানোকে কেন্দ্র করে খুনের ঘটনাটি ঘটেছে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।
নিহত মঈনউদ্দিনের প্রতিবেশি জয়নাল আবেদীন আরজু বলেন, কাজীর দেউড়ির স্থানীয় এক লোকের সাথে মঈনউদ্দিন ব্যবসা করতেন। এবারের বাণিজ্যমেলায় তারা স্টল দিয়েছে শুনেছি। সেই স্টলের জন্য তারা গতকাল ভোর রাতে মালপত্র নিয়ে আসে। এর মধ্যে তাদের মধ্যে আর্থিক বিষয়ে তর্কবিতর্ক থেকে খুনের ঘটনা ঘটেছে বলে শুনেছি।