তরুণদের দেশপ্রেমে জাগ্রত হতে হবে

মোঃ আসিফ ইকবাল | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

দেশপ্রেম জাগাতে হবে তারুণদের মনে। তারুণ্যের দেশপ্রেম, দেশের মানুষের প্রতি, দেশের সম্পদের প্রতি, দেশের সকল অর্জনের প্রতি। দেশের মহান মুক্তিযুদ্ধ, ’৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণ অভ্যূত্থান, ৭০ এর নির্বাচন, ৯০ এর স্বৈরচারী বিরোধী আন্দোলনসহ ডিজিটাল বাস্তবায়নসহ দেশের সকল অর্জনে তরুণ সমাজের অংশগ্রহণ যেমন রয়েছে। এসকল কিছু রক্ষা ও এ অর্জনের গৌরবত্বে তরুণদের আরো দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে তারুণ্যই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। তরুণরা যদি এদেশকে এবং দেশপ্রেম হৃদয়ে ধারণ করতে না পারে তবে আমাদের সামগ্রিক শিক্ষা ও সাফল্য বিফলে যেতে বেশিক্ষণ সময় লাগবে না । কেন না তরুণদের হাতেই দেশের সামগ্রিক উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। যুগে যুগে তরুণরা সকল সমস্যা সমাধান, দেশমাতৃকার জন্য যুদ্ধ, ভাষার জন্য জীবনদান, দেশের সকল বড় অর্জনে তরুণদের জয়জয়কার। সেই সাফল্যের ফেরিওয়ালা তরুণদের বিপথগামী বা ভুলপথে কিংবা দেশবিরোধী কোনও কর্মকাণ্ডে চলতে দেয়া কোনও মতে কাম্য নয়। আমাদের তরুণদের উচ্চ শিক্ষা, প্রযুক্তিগত, সাংস্কৃতিক শিক্ষাসহ সকল রকম শিক্ষায় আধুনিক বিশ্বের সাথে যেমন তাল মিলিয়ে পারদর্শী হতে হবে ঠিক অনুরূপ সবার আগে তরুণদের মন দেশ, মা ও মাটির প্রতি প্রেম সৃষ্টি করতে হবে। দেশপ্রেমের অপরিসীম প্রয়োজনীয়তা সকল তরুণের হৃদয়ে আরোবেশি সঞ্চারিত করতে হবে। আসুন আমরা সকলে নিজ নিজ অবস্থান দেশকে আরো বেশি ভালোবাসি। দেশের উন্নয়ন ও দেশের সাফল্যকে এগিয়ে নিতে সকলকে আরো বেশি সচেতন থেকে সকল রকম ষড়যন্ত্র, দেশবিরোধী কর্মকাণ্ড ও ধ্বংসযজ্ঞ মোকাবেলায় দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আসুন আমরা আমাদের সোনার বাংলাদেশ তথা প্রিয় বাংলাদেশকে আরো বেশি হৃদয়ে ধারণ করে দেশকে ভালোবেসে যাই।

পূর্ববর্তী নিবন্ধরেমিট্যান্স যোদ্ধাদের পুরস্কৃত করা হোক
পরবর্তী নিবন্ধমেধা পাচার : দেশের অগ্রগতিতে অন্তরায়