তরিক্বতের অনুশীলনের মধ্যে ইহকল্যাণ ও পরকালীন মুক্তি

নগরীর চান্দগাঁওয়ে এশায়াত মাহফিলে মোর্শেদে আজম

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে এশায়াত মাহফিলে মোর্শেদে আজম

প্রিয় রাসুল (.) ধরার বুকে শুভ তশরিফ এনে দূর করেছিলেন অনৈতিকতা, অসামাজিকতা পাপাচারের সংস্কৃতি। প্রতিষ্ঠা করেছিলেন সাম্য, ঐক্য, মানবিক মর্যাদা সম্পন্ন আদর্শ সমাজ ব্যবস্থা। নিয়ামত স্বরূপ উপহার দিয়েছিলেন দ্বীনইসলাম ও খোদায়ী বিধান আল কুরআন। রাসুলুল্লাহ (.) মুহাব্বত অন্তরে ধারণ করে সুন্নতে মোস্তফার অনুশীলনের মাধ্যমে তাঁর আদর্শ লালন করলে একজন মানুষ দুনিয়া আখেরাত উভয় জগতে সফল হয়। প্রিয় রাসূল (.) এর আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়ন পাওয়া যায় খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) এর প্রতিষ্ঠিত তরিক্বতে। যেখানে ছিনাছিনা তাওয়াজ্জুর মাধ্যমে মানুষের আভ্যন্তরীণ ভাবে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার সন্ধানে পরিচালিত করেন।

পবিত্র মিরাজুন্নবী (দঃ) উদযাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) স্মরণে গতকাল শুক্রবার বাদে জুমা হতে নগরীর চান্দগাঁও পূর্ব ষোলশহর হাজী নুর বেগম মার্কেট সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩নং চান্দগাঁও শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, মৌলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম। মিলাদকিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তিসমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ডা. এ কে এম আবু জাফরের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধমতিউর রহমান শাহ’র ওরশ কাল