তরিকতের খেদমত উৎসর্গীত ছিলেন আল্লামা নাদেরুজ্জমান খান (রহ.)

বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

শাহসুফি আল্লামা নাদেরুজ্জমান খান (রহ.) এর দুইদিনব্যাপী বার্ষিক ওরশ ১১ ও ১২ অক্টোবর চন্দনাইশ বরমাস্থ বাইনজুরি দরবার শরিফে অনুষ্ঠিত হয়। ওরশের কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়াসহ বিভিন্ন খতম, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, আখেরি মুনাজাত ও তবরুক বিতরণ। মাহফিলে সভাপতিত্ব করেন বাইনজুরি দরবার শরিফের মুন্তাজেম শাহসুফি আল্লামা আবদুল হাই মুহাম্মদ আসাদুজ্জামান খান (মজিআ)। মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাটিয়াডেঙ্গা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুজিবুল হক জাঁহাগিরি কাদেরী (মজিআ)। মাহফিলে বক্তারা বলেন, আধ্যাত্মিক ও বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন শাহসুফি আল্লামা নাদেরুজ্জমান খান (রহ.)। শরিয়ত তরিকতের খেদমত, জাঁহাগিরিয়া তরিকার প্রচার ও বিকাশ এবং জনকল্যাণে আজীবন উৎসর্গীত ছিলেন পীরে কামেল শাহ সুফি আল্লামা নাদেরুজ্জমান খান (রহ)। মাহফিলে স্বাগত বক্তব্য দেন বাইনজুরি দরবার শরিফের নায়েবে মুন্তাজেম শাহজাদা আবদুল হাই মুহাম্মাদ আরিফুজ্জামান খান। শুভেচ্ছা বক্তব্য দেন শাহজাদা আবদুল হাই মুহাম্মদ আনিসুজ্জামান খান। মুহাম্মদ ওসমান গণি ও মুহাম্মদ মিয়ার যৌথ পরিচালনায় মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন, এডভোকেট সৈয়দ মোক্তার আহমেদ সিদ্দিকী, শাহজাদা মুহাম্মদ আইনুল ইসলাম, শাহজাদা মুহাম্মদ সাকিব বিন মুজিব, শাহজাদা মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মুহাম্মদ মফিজ উদ্দীন, মাস্টার মুহাম্মদ শাহ আলম আজাদ, . সৈয়দ সিরাজুল মতিন, এডভোকেট মুহাম্মদ মোরশেদুল আলম খান, মুহাম্মদ ফজলুল হক চৌধুরী, মুহাম্মদ সাইফুল ইসলাম খান, মুহাম্মদ আবদুল্লাহ আল নোমান, মাস্টার জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সালাম, মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা মুহাম্মদ মাসুকুর রহমান, মুহাম্মদ ইমরান হোসেন তুষার, মুহাম্মদ মতিন, জালাল আহমদ, মুহাম্মদ মনির আহমদ, মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ আবুল কাশেম বাবুল, মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ তৌহিদুল ইসলাম আলকাদেরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল্লাহ, মুহাম্মদ সাইফুল আলম মামুন, মুহাম্মদ কাইছার উদ্দীন, মুহাম্মদ মঈনুদ্দীন, কৌশিক মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন তুষার, মুহাম্মদ নজরুল ইসলাম আকাশ প্রমুখ। গতকাল রবিবার সমাপনী দিনে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন গাটিয়াডেঙ্গা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুজিবুল হক জাঁহাগিরি কাদেরী (মজিআ)

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাব পটিয়ার ফিল্টার বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়া আল-জামিয়ায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মজলিসে শূরার অনুষ্ঠান