তবে এ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী হিসেবে কার্নি তার প্রথম আদেশে কার্বন কর নীতির অবসান ঘটিয়েছেন, যে নীতি নিয়ে বিরোধীরা ঘন ঘন আক্রমণ করে আসছিলেন।

ট্রুডোর পরিবেশগত এই নীতি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সামপ্রতিক বছরগুলোতে খুবই অজনপ্রিয় হয়ে উঠেছিল। এই করের সমালোচনা করে কনজারভেটিভরা বলেন, এটির কারণে কানাডার পরিবারগুলোকে পণ্য ও জ্বালানিতে বাড়তি দাম গুনতে হচ্ছে।

বিকালে মন্ত্রিসভার এক বৈঠকে কার্নি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার সরকার এখনও পদক্ষেপ নেবে। বিপুল পরিমাণ কার্বন নিঃসরণকারীদের উপর শিল্প কার্বন কর বহাল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি, কার্বন কর বাতিল
পরবর্তী নিবন্ধগ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন কিউবার কোটি মানুষ