তবুও বাংলাদেশকে সমীহের চোখে দেখেন পাকিস্তান কোচ

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপে বাংলাদেশ এবং পাকিস্তান দু’দলের অবস্থা একই। দু দলই হারতে হারতে একরকম ক্লান্ত। বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে। তারপরও এই ম্যাচে বাংলাদেশকে হারাতে চান পাকিস্তান কোচ। যদিও তিনি বাংলাদেশ দলকে সমীহের চোখে দেখছেন। দলের কোচ গ্রান্ট বাডবার্ন বলেন আমরা জানি বাংলাদেশ বেশ ভাল দল। যদিও তারাও আমাদের মত এই বিশ্বকাপে স্বস্তিতে নাই। তবে আমরা জানি তারা যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারে। আমরা আমরাও সে জন্য প্রস্তুত হয়ে আছি। আমরা চেষ্টা করছি এই ম্যাচটি জিতে আবার জয়ের ধারায় ফিরতে। আর সে কাজটা কঠিন হলেও মোটেও অসম্ভব নয়। বিশ্বকাপের আগে এশিয়া কাপে আমরা তাদের হারিয়েছি। আগের বিশ্বকাপেও আমরা তাদের হারিয়েছি। যদিও বিশ্বকাপের দুই দেখার প্রথমটিতে বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তানকে। তবে আমরা চেষ্টা করেছি আমাদের আগের ত্রুটি গুলো শুধরাতে। পাশাপাশি আমরা চেষ্টা করব বাংলাদেশের দুর্বলতাগুলো তারা কাজে লাগানোর। বাংলাদেশ যেমন টানা ৫ ম্যাচ হেরেছে তেমনি পাকিস্তান হেরেছে চার ম্যাচে। যদিও আগের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত অল্পের জন্য হেরে গেলেও সে ম্যাচটাকে অনুপ্রেরনা হিসেবে দেখছে পাকিস্তান কোচ। আর সেটিকে সঙ্গী করেই বাংলাদেশের বিপক্ষে নতুন ভাবে নিজেদের মেলে ধরতে চান বাবরদের বস। তিনি বলেন আমি সন্তুষ্ট যে সকালে স্কিল নিয়ে দারুণ একটি বৈঠকের পর আমরা অনুশীলনে এসেছি । গত ম্যাচের পারফরম্যান্সকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় এখন সবার মধ্যে। অতীত নিয়ে খুব একটা ভাবতে চাই না আমরা। বরং পুরোপুরি সামনে তাকাচ্ছি। তিনি বলেন বাংলাদেশকে আমরা শ্রদ্ধা করি। মান সম্পন্ন একটি দল তারা। সে সাথে তাদের রয়েছে একদল মান সম্পন্ন ক্রিকেটার। আমরা খুব ভালোভাবে দেখেছি যে তাদের কোন দুর্বলতা আমরা কাজে লাগাতে পারি এবং কোথায় তাদের শক্তির জায়গা। বাংলাদেশের জন্য আমরা তাই খুব ভালোভাবে প্রস্তুত। তিনি বলেন তার ক্রিকেটাররা অন্তত এই ম্যাচটি জিততে প্রত্যয়ী। আগের ম্যাচটি জিততে না পারলেও আমরা সে ম্যাচ থেকে অনেক কিছু অর্জন করেছি। লড়াই করার মানসিকতাটা আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আমরা সেটাই কাজে লাগাতে চাই।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জোনের ফাইনালে লোহাগাড়ার বালিকা ও আনোয়ারার বালক দল
পরবর্তী নিবন্ধসিজেকেএস নির্বাচনী ঢোলে বারি আ জ ম নাছিরের