তবুও নাঈমকে নিয়ে আশাবাদী নির্বাচক রাজ্জাক

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

আফগানিস্তান সিরিজ থেকে নাঈম শেখ নিয়মিত খেলে যাচ্ছেন বাংলাদেশ দলের একাদশে। সিরিজটিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তারপরও খেলেছেন ইমার্জিং এশিয়া কাপে। সেখানে আশানুরূপ খেলতে পারেননি। এবার এশিয়া কাপেও আছেন এই ওপেনার। তবে আগের মতোই বাজে পারফর্ম করে যাচ্ছেন। ধারাবাহিক তার এই পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। যার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমেই দেখা যায়। সমালোচিত এই ক্রিকেটারকে নিয়ে অবশ্য পজিটিভ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানান বুঝলে কেউ সমালোচনা করতো না। রাজ্জাক বলেন সমালোচনাতো থাকবেই। আপনারাতো সমালোচনার জন্যই আছেন। সমালোচনাতো করবেনই। কিন্তু বুঝলে সমালোচনা করার কথা না। এখন না বুঝে করলে খুব একটা কিছু বলার নাই। আমার কাছে মনে হয় একটু বেশি সমালোচনা করা হয়। কারণ যারা করছে তারা কিন্তু বাংলাদেশের বাইরের কেউ না। সবাই হয়তো ভালো চায় বাংলাদেশের কোনো না কোনো দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে সমালোচনার পথটা ভুল। আমি শুনছি তাকে নিয়ে যাতা বলা হচ্ছে।

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ভালোই পারফর্ম করেছেন নাঈম। তবে সেই পারফরম্যান্স দিতে পারছেন না জাতীয় দলে। রাজ্জাক বলেন দলে না নেওয়ার মতোতো কোনো কিছু সে করেনি। জাতীয় দলে খেলার মতো কাজই সে করেছে। এখানে সে ক্লিক করতে পারেনি। তার অতীত রেকর্ড যে খুব একটা খারাপ তা না।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধকন্যাসন্তানের বাবা হলেন মুশফিক