তবুও তৃপ্তি নিয়ে ক্যারিয়ার শেষ করলেন এন্ডি মারে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

শেষ হলো ব্রিটিশ টেনিস আইকন অ্যান্ডি মারের দীর্ঘ এবং ইনজুরি জর্জরিত ক্যারিয়ার। প্যারিস অলিম্পিকে দ্বৈতের কোয়ার্টারফাইনালে সরাসরি সেটের হারে শেষটা সুখকর হলোনা। তারপরও পেছনে তাকিয়ে ক্যারিয়ার নিয়ে গর্বের অনুভূতির কথাই বললেন তিনি। অলিম্পিক গেমসের টেনিস ইভেন্টের এককে দুইবারের সোনা জয়ী এন্ডি মারে এবারের অলিম্পিক দিয়ে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন। আর সে শেষের মঞ্চে শুরুতে একক ও দ্বৈত দুটি বিভাগেই খেলার সিদ্ধান্ত জানালেও, পরে একক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ২০১২ ও ২০১৬ অলিম্পিকে এককে চ্যাম্পিয়ন মারে এবারের আসরে ড্যান ইভান্সের সঙ্গে জুটি বেঁধে নামেন দ্বৈতের লড়াইয়ে। প্রথম দুই রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয়ের হাসি হাসলেও শেষ আটে এসে আর নিজেদের মেলে ধরতে পারলেন না তারা। যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ ও টমি পল জুটির কাছে হেরে যান ৬, ৪ গেমে। তিনবারের গ্রান্ড স্ল্যাম এককের চ্যাম্পিয়ন এন্ডি মারে হারের পর বললেণ আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন এবং এই খেলায় যা কিছু দিয়েছিল তা নিয়ে গর্বিত। ২০১২ সালের ইউএস ওপেনে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান মারে। এরপর ২০১৩ ও ২০১৬ সালের উইম্বলডনের ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। এরপর অসংখ্যবার ইনজুরি আঘাত হেনেছে তার শরীরে। বারবার ছিটকে পড়েছেন কোর্টের বাইরে। আবার ঘুরে দাঁড়িয়ে ফিরেছেন কোর্টে। কিন্তু পুরোনো ছন্দ আর ফিরে পাননি তিনি। অবশেষে এই বছরে নিয়ে ফেলেন একেবারে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এবার সেটাও আনুষ্ঠানিক রূপ পেয়ে গেল। তবে বিদায়বেলায় তিনি দেশে খুশি বলেই জানালেন। এই টেনিস তারকা বলেন অবশ্যই মুহূর্তটা আবেগের। কিন্তু আমি এখন সত্যিই খুশি। যেভাবে শেষ হলো, এতে আমি খুশি। ২০০৫ সালে পেশাদার টেনিসে পথচলা শুরুর পর থেকে ৩৭ বছর বয়সী মারে মোট এক হাজার একটি এককের ম্যাচ খেলছেন। সঙ্গে খেলেছেন অনেক দ্বৈতের ম্যাচ। ক্যারিয়ারে ৪৬টি এটিপি শিরোপা জয়ী মারে ২০১৫ সালে ব্রিটেনকে ডেভিস কাপ জয়েও নেতৃত্ব দেন। তাই অলিম্পিকে স্বর্ণ জিতে ক্যারিয়ার শেষ করতে চাইলেও সেটা হয়নি। তারপরও এন্ডি মারে জানালেন তিনি বেশ তৃপ্তি নিয়েই টেনিসের র‌্যাকেট তুলে রাখছেন।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিকে নারী টেনিসের ফাইনালে চীনা তরুণী চিংওয়ান
পরবর্তী নিবন্ধআজ প্রথমবার অলিম্পিকের ট্র্যাকে নামছেন অ্যাথলেট ইমরানুর