ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ। দীর্ঘ সময় কোনো টিভি নাটকে নেই তিনি। সর্বশেষ ২০১৫ সালে একটি টিভি নাটকে অভিনয় করেছেন বলে জানান। তবে অভিনেত্রী টিভি নাটকে না থাকলেও অভিনয় থেকে দূরে নেই। মঞ্চের সঙ্গে নিয়মিত জড়িত আছেন। এদিকে নতুন পরিকল্পনায় হাঁটছেন। চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষ্য, অনেকদিন পর্দায় নেই।
তবে নতুনভাবে পর্দায় আসার পরিকল্পনা করছি। সেটি ছোট পর্দায় নয়, বড় পর্দায় ফিরবো। একটি সিনেমা নির্মাণ করবো। এরমধ্যে সিনেমার স্ক্রিপ্ট শেষ করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এর কাজ শুরু করার ইচ্ছা আছে। এদিকে এই অভিনেত্রী মাছরাঙা টিভি চ্যানেলে রন্ধন বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। অভিনেত্রী সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন বলে জানান। রাজধানীর ইস্কাটনে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থিত ‘জয়িতা’ নামের একটি রেস্তরাঁ পরিচালনা করছেন তিনি। দুই বছরের জন্য এটি লিজ নিয়েছেন বলে জানান। এখানে প্রায় ১৫ জন অসহায় মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাছাড়া তনিমা তাদের নিজেদের পরিচালিত একটি এনজিওর নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।