তনচংগ্যা সমপ্রদায়কে খেলাধুলার সরঞ্জাম উপহার দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি জেলায় বসবাসকারি তনচংগ্যা সমপ্রদায়কে সাংস্কৃতিক সরঞ্জাম এবং খেলাধুলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। তিনি জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তনচংগ্যা সমপ্রদায়ের প্রতিনিধিদের হাতে সাংস্কৃতিক সরঞ্জাম এবং খেলাধুলার সামগ্রী তুলে দেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, তনচংগ্যা সমপ্রদায়ের নিজস্ব কৃষ্টি এবং ঐতিহ্য রয়েছে। বর্তমান আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তনচংগ্যা সমপ্রদায়ের অনেক কৃষ্টি ও খেলাধুলা হারিয়ে যাচ্ছে। কিন্তু তনচংগ্যা সমপ্রদায়ের ঐতিহ্যগত এই কৃষ্টি ধরে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আর সেই দায়িত্ব ও কর্তব্য বোধ থেকেই তনচংগ্যা সমপ্রদায়কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারি অন্যান্য সমপ্রদায়ের কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখার জন্য তাদেরকেও অনুরুপ সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হবে বলেও তিনি জানান। তনচংগ্যা সমপ্রদায়ের কৃষ্টি, ঐতিহ্য, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলাকে ধরে রাখার জন্য জেলা প্রশসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন তারজন্য তনচংগ্যা জনগণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী নিবন্ধচ্যালেঞ্জ কাপে ছোট ভাইদের কাছে হেরে গেলেন জ্যোতিরা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার্স প্যানেলে সাথিরা জেসি