আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটিসমূহের চট্টগ্রামের নেতৃবৃন্দ। গত ৯ জানুয়ারি ঢাকায় মন্ত্রীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে মতবিনিময় সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, উপ-কমিটির সদস্যদের মধ্যে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, বেলাল নূরী, সুপ্ত বডুয়া, ব্যারিস্টার কফিল উদ্দিন, কে এম শহীদুল কাউসার, মুফতি মাসুম বিল্লাহ, রাশেদূল ইসলাম রাসেল, অধ্যাপক রেজাউল করিম, মামুন চৌধুরী, এরশাদুল কবির আবিদ, এম শাহাদাৎ নবী খোকা, মোহাম্মদ তাজ উদ্দিন, রাশেদুল ইসলাম, শাদাত আনোয়ার সাদি, সাইফুল ইসলাম, সাবরিনা চৌধুরী, মো. আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বিভাগ ভিত্তিক সম্পাদকীয় উপ কমিটিসমূহকে আরো গতিশীল করা এবং চট্টগ্রামের দলীয় কর্মকাণ্ডে উপ-কমিটির সদস্যদের যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।