ঢোলবাদক বিনয়বাঁশীকে নিয়ে নানা আয়োজন

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪তম জন্মদিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের বিনয়বাঁশী জলদাসের বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে ভাস্কর্য চত্বরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিপ্লব জলদাসের সঞ্চালনায় এবং ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নয়ন শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া। স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন বিনয়বাঁশীর ছেলে শিল্পী বাবুল জলদাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল। বক্তব্য রাখেন সবুজ ভদ্র অরণ্য, বকুল বড়ুয়া, কালীপদ দাস, আশুতোষ দাস, বিধান দাস, মো. এসকান্দর, শিক্ষক প্রদুল কান্তি দে, রুবেল, প্রকৌশলী সুজন রায়, আব্দুল কাদের রুবেল, আমিনুল ইসলাম মামুন, সবুজ রায়, এম আর তাওহীদ, এস এম শাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক। উপস্থিত ছিলেন উজ্জ্বল চৌধুরী, শিল্পী মানিক আচার্য্য, ঠাকুর দাস, পুলিন দাস, প্রীতি দাস, শিমু দাস, বর্ষা দাশ, ঋত্বিকা দাস, রিপা দাস, পুষ্পিতা দাশ প্রমুখ।

উল্লেখ্য, বিনয়বাঁশী জলদাস ১৯১১ সালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলকরণ ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট