আগামীকাল শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় আবেদনকারী চট্টগ্রাম বিভাগের ২৮ হাজার ৪৬৯ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনার কারণে প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাবি। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নগরীর বটতলী থেকে চবি ক্যাম্পাসে একটি শাটল ট্রেন আসা-যাওয়া করবে। শুক্র ও শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে বটতলী থেকে ট্রেন ছেড়ে ক্যাম্পাসে আসবে, আবার দুপুর ১টা ৪৫ মিনিটে বটতলী ফিরে যাবে।
ঢাবি সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার প্রথমদিন বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে পরীক্ষা দিবে মোট ১১ হাজার ১৯৪ জন ভর্তিচ্ছু। এরপর ২ অক্টোবর শনিবার কলা অনুষদের (খ ইউনিট) পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ৯ অক্টোবর চারুকলা (চ ইউনিট) পরীক্ষায় প্রায় ১ হাজার জন, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
চবি প্রশাসন জানায়, ভর্তি পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে নিয়োজিত থাকবে প্রায় দুইশ পুলিশ সদস্য। এছাড়া বিভিন্ন সংস্থার বিপুল পরিমাণ সদস্য সাদা পোষাকে নিয়োজিত থাকবে। এছাড়া পরীক্ষার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা যানজটমুক্ত রাখতে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ক্যাম্পাসে পাঁচটি ইউনিটের অধীনে প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে। সার্বিক নিরাপত্তায় প্রায় দুইশত পুলিশ ক্যাম্পাসে নিয়োজিত থাকবে। শুক্র ও শনিবার একটি ট্রেন ক্যাম্পাসে আসা যাওয়া করবে।