ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ভর্তি পরীক্ষা

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ভর্তিপ্রার্থীদের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি কমিটির চবির কোঅর্ডিনেটর চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ঢাবি বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ডিনের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) এর প্রফেসর ড. সাইয়েদ মাহমুদ উল্লাহর নেতৃত্বে ৬ সদস্যর প্রতিনিধি দল, চবি সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতবৃন্দ, রেজিস্ট্রার প্রমুখব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে রানী মোহন গুণীজন সম্মাননা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রি কলেজে বসন্ত ও পিঠা উৎসব