ঢাবিতে হাসিনাসহ ৫ জনের প্রতীকী ফাঁসি

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক (জাসদ) দলের পাঁচ নেতার কুশপুতুল প্রতীকী ফাঁসিতে ঝুলিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘ছাত্র জনতার ফাঁসির মঞ্চে’ এই প্রতীকী ফাঁসি দেওয়া হয়। সেখানে ফাঁসির মঞ্চে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ছবি দিয়ে পাশাপাশি কুশপুত্তলিকা রাখা হয়। খবর বিডিনিউজের। এরপর কাউন্ট ডাউনের পর মঞ্চের পর্দা তুলে প্রতীকী ফাঁসি দেওয়া হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা চাই সরকার আমাদের এ প্রতীকী ফাঁসি দেখে গণহত্যার মাস্টার মাইন্ডদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করে বিচার করুক।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে নিলামে উঠছে ফেব্রিক্সসহ ৪৬ লট পণ্য
পরবর্তী নিবন্ধশৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫৮ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি