ঢাকা হয়ে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ড ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। গতকাল বুধবার সকালে ঢাকায় পা রাখে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ডাচ দলটি। এ দিনই তারা সিলেট চলে গেছে। কারন সিরিজের তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আইসিসির ভবিষ্যৎ সফর সূচির বাইরে এই সিরিজ আয়োজন করছে বিসিবি। মূলত এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ম্যাচ প্রস্তুতির জন্যই বিশেষ এই সিরিজ হচ্ছে। নেদারল্যান্ডস ক্রিকেট দলের এটি তৃতীয়বারের মত বাংলাদেশ সফর। তবে আগের কোনোটিই দ্বিপাক্ষিক সিরিজ ছিল না। ২০১১ বিশ্বকাপে এখানে খেলেছে তারা বাংলাদেশের বিপক্ষেই। ২০১৪ টিটোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এদেশে খেলেছে সাতটি ম্যাচ। তবে কোনোটিই বাংলাদেশের বিপক্ষে নয়। টিটোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটি। নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে ২০১২ সালে। আইসিসি টিটোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে জায়গা করে নেয় তারা নিয়মিতই। বাংলাদেশ এই সংস্করণে আছে ১০ নম্বরে। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শনিবার। পরের দুটি সোমবার ও বুধবার। সবকটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টায়। এই সিরিজ ও সামনের এশিয়া কাপে চোখ রেখে গত তিন সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মিরপুরে শুরুর পর সিলেটে গিয়ে তাদের অনুশীলন চলছে এক সপ্তাহ ধরে।

পূর্ববর্তী নিবন্ধএখনই কারও নাম প্রকাশ করবে না বিসিবি
পরবর্তী নিবন্ধকদম মোবারক উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান