ঢাকা সেনানিবাসের আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৩৩ পূর্বাহ্ণ

ঢাকা সেনানিবাসের আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভাসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর বাসসের।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৮ মে (আজ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহত্যাচেষ্টা মামলায় কারাগারে সাবেক এমপি জেবুন্নেছা
পরবর্তী নিবন্ধনাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেপ্তার