ঢাকা সফর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন গতি আনবে : ইসহাক দার

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরের বিষয়ে বলেছেন, আমি নিশ্চিত যে এ সফর পাকিস্তানবাংলাদেশ সম্পর্কে নতুন গতি যোগ করবে, আরো ঘন ঘন বিনিময় এবং সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ইসহাক দার বলেন, বাংলাদেশের সরকার এবং জনগণের উষ্ণ আতিথেয়তা এবং ফলপ্রসূ সফরের জন্য আন্তরিক ধন্যবাদ। ঢাকায় পাকিস্তান হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা এবং আমার সঙ্গী প্রতিনিধিদলের প্রতি তাদের মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞ। খবর বাংলানিউজের।

তিনি বলেন, বাংলাদেশে ৩৬ ঘণ্টার একটি অত্যন্ত ফলপ্রসূ সফর শেষ করেছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান এবং পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনারসহ ঊর্ধ্বতন মন্ত্রিসভার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।

দুদিনের সফর শেষে রোববার গভীর রাতে ঢাকা থেকে বিদায় নেন ইসহাক দার। তিনি ঢাকা থেকে সৌদি আরবে যান।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা