ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের নোবেল দেওয়া উচিত : স্বাস্থ্যমন্ত্রী

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা মানুষকে যে সেবা দেয়, তাতে তাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ডা. শহীদ মিলন অডিটোরিয়ামে নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ঢাকা মেডিকেল কলেজের যৌথ আয়োজনে ‘ডোনেশন অব মডার্ন হেলথকেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডস অন ট্রেইনিং’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা ‘অনেক কষ্ট করে’ দায়িত্ব পালন করেন। বিষয়টি তিনি জানেন। বিষয়টি নিয়ে একবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছেন। ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপা ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে কাজ করে, রোগীদের সেবা দেয়, তাদের তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ আমি জানি, তারা কত কষ্ট করেন। সব সময় শুধু বদনাম করলে হবে না। এখানে ইমার্জেন্সিতে একজনদুজন মেডিকেল অফিসার থাকেন। হঠাৎ করে এত রোগী আসে, সেই চাপ সামলানো যে কত কঠিন, আমি রন্ধ্রে রন্ধ্রে সব চিনি।’ খবর বিডিনিউজের।

মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা একটা আশীর্বাদ, এটা সবাই পায় না। এজন্য মানুষের সেবা করতে হবে। তোমরা মানুষের সেবা দিয়ে যাও। তোমরা একদিন অনেক বড় হবা। আমি তোমাদের মতই একজন ছিলাম। ওই জায়গা থেকে আজ আমি এখানে এসে স্বাস্থ্যমন্ত্রী হতে পারি। তোমরাও একদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে। তোমরা ওইভাবে কাজ করো, ওইভাবে সেবা দাও।

দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা এবং চিকিৎসা নিতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনা নিয়েও অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকদের সুরক্ষা দেখার প্রথম দায়িত্ব হচ্ছে আমার। আবার এরসঙ্গে রোগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে। দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশের চিকিৎসকদের উদাহরণ হতে পারে না। বাংলাদেশের সব চিকিৎসক খারাপ না। বাংলাদেশের চিকিৎসকরা অনেক অনেক সাফল্য অর্জন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দিনকে মৃত্যুবাষির্কীতে স্মরণ
পরবর্তী নিবন্ধসরকারিভাবে বড় ধরনের ইফতার আয়োজন নয়