ঢাকা থেকে ‘অপহৃত’ স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, একজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকা থেকে ‘অপহৃত’ নবম শ্রেণির এক ছাত্রী কক্সবাজার শহরের একটি কটেজ থেকে উদ্ধার হয়েছে। কক্সবাজারস্থ র‌্যাব১৫ এর একটি দল রোববার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণে অভিযুক্ত আলীম মির্জা শান্ত (৩২) নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল দুপুরে কক্সবাজার র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান এ তথ্য প্রকাশ করেন। অপহৃত কিশোরী ঢাকা জেলার বিক্রমপুর শাহ আলী থানার বাসিন্দা। তবে বিস্তারিত পরিচয় জানায়নি র‌্যাব। অপহরণে অভিযুক্ত আলীম মির্জা শান্ত বরিশাল জেলার মুলাদী থানার জলক্ষীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান জানান, অপহৃত নবম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে সদরঘাটের বিক্রমপুর গার্ডেন সিটি এলাকায় অপহৃত যুবকের ছোট বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে গত ২৭ সেপ্টেম্বর পূর্ব পরিচিত আলীম মির্জা শান্ত’সহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে কিশোরীকে অপহরণ করে। ঘটনার পর কিশোরীর পরিবার তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব১৫ এর সদর কোম্পানির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় ‘অপহৃত’ ছাত্রীর অবস্থান নিশ্চিত হয়ে কলাতলীর লাইট হাউজ পাড়ায় অভিযান চালায়। অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার ও ‘অপহরণকারী’ শান্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, উদ্ধারপ্রাপ্ত ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেপ্তার যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে র‌্যাবের হাতে আটক শান্ত নিজেকে প্রেমিক দাবী করে বলেছে, তারা স্বইচ্ছায় পালিয়ে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধথানা ভিত্তিক আইনশৃঙ্খলা কমিটিতে সংযুক্ত করার আহ্বান
পরবর্তী নিবন্ধদ্রুত সংস্কার করে সুন্দর নির্বাচন দিতে পারলেই গণতন্ত্রের পূর্ণ বিজয় হবে