চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় বিএনপির অবরোধে সকল ধরনের নাশকতা ঠেকাতে উত্তর জেলা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল সোমবার বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে সভার শুরুতে সাংগঠনিক রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। সভায় সর্বসম্মতভাবে নেয়া এক প্রস্তবে বলা হয় আওয়ামী লীগ নেতা কর্মীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ রাজপথে অবস্থান নেবে ও অবরোধের নামে বিএনপি– জামায়াতের জ্বালাও পোড়াও প্রতিহত করবে এবং রাজপথ পাহারা দেবে। এছাড়াও দলীয় কর্মসূচিসমুহ মনিটরিং করার জন্যে একটি মনিটরিং সেল গঠন করা হয়।
এতে বক্তব্য দেন, সহ সভাপতি অ্যাড. ফখরুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, এনায়েত হোসেন নয়ন, আ স ম ইয়াছিন মাহমুদ, জেবুন্নেছা জেসী, আবুল বশর, দিদারুল আলম বাবুল, বেদারুল আলম চৌধুরী, ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাসান জামিল, ফেরদৌস হোসেন আরিফ, মো. সেলিম উদ্দিন, ইসমাঈল হোসেন, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আব্দুল হালিম, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, জাহাঙ্গীর কবির চৌধুরী, নাজিম উদ্দিন মুহুরী, ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর ভুঁইয়া, এম এ মান্নান, অ্যাড. বাসন্তী প্রভা পালিত, রওশন আরা রত্না, হারুন অর রশীদ, নাছির উদ্দিন রিয়াজ, অ্যাড. জুবাঈদা সরোয়ার নিপা, রূপক দেব অপু, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।