ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলি বাসে ৫৮ কেজি গাঁজা, আটক ২

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরে একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজা জব্দসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব ৭।

আটক আসামিরা হলো, খাগড়াছড়ি জামতলী ইসলাম কলোনির আঃ হান্নানের পুত্র মোঃ নুরুজ্জামান (৩৭) ও খাগড়াছড়ি জামতলী বাঙ্গালীপাড়ার মৃত আঃ ছামদের পুত্র মোঃ আঃ হান্নান (৩৯)।

র‌্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারস্থ গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহন নামের ১টি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে দাঁড়ায়। এ সময় ২ জন যুবক গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় র‌্যাব তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বাসের মালামাল রাখার বক্সের ভিতর ৫টি সাদা প্লাস্টিকের বস্তা হতে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে মধ্যরাতে বেকারি পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধআরাকান আর্মির হাতে অপহৃত বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার