আগামী দিনে কোনো ধরনের ঝামেলা বা বিবাদে না জড়ানোর ‘অঙ্গীকার করে’ রাজধানীর ঢাকা কলেজ ও ধানমণ্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ হয়েছে। তবে নিউ মার্কেট থানার উদ্যোগে এই চুক্তি হয়েছে মৌখিকভাবে। চুক্তিতে সিটি কলেজকে ডাকা হলেও, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে ‘সাড়া দেয়নি’ বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক। খবর বিডিনিউজের। গতকাল রোববার দুপুরে ঢাকা কলেজের অডিটরিয়ামে চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে বিবাদে না জড়ানোর অঙ্গীকার করেন।
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনও কখনও তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের এই সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয়, তেমনি, ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচলকারীদেরও। তাই এ চুক্তি সম্পাদনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট থানা। ওই থানার ওসি এ কে এম মাহফুজুল হকের উদ্যোগে তিন কলেজের শান্তিচুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ কে এম মাহফুজুল হক দুপুরে বলেন, ‘আমরা ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ শান্তি চুক্তি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে আসেননি।’
পরবর্তী করণীয় নিয়ে ওসি বলেন, ‘দুই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা একটি কমিটি করে দেব। ভবিষ্যতে যদি এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কোন বিবাদ ঘটে তা এই কমিটির মাধ্যমে সুরাহা করা হবে।’ এই ‘শান্তি চুক্তি’ যেন দীর্ঘদিন বজায় থাকে সে প্রত্যাশা রেখেছেন পুলিশের এই কর্মকর্তা।
অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠানে আসলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের কোলাকুলি করতেও দেখা যায়।
শান্তি চুক্তি অনুষ্ঠানে ওসি এ কে এম মাহফুজুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ কলেজ দুটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।







