ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা

| বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

সংস্কার ও মিয়ানমার পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার তাদের সফরের কথা নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তার জন্য প্রস্তুতিও চলছে। খবর বিডিনিউজের।

পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিকের ১৫ এপ্রিল ঢাকায় আসার কথা। পরদিন আসার কথা পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ এর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

১৫১৮ এপ্রিল অ্যান চুলিকের ঢাকা সফরে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআরো ১০০ মার্কিন পণ্য শুল্কমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি
পরবর্তী নিবন্ধহজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল