আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় যুবমহাসমাবেশ যোগদানের প্রস্তুতি নিয়ে নগরীর চান্দগাঁও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কে এম শহীদুল কাওসার। মু. শওকত আলীর সভাপতিত্বে সরোয়ার খানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সঠিক পথ-নির্দেশনার মাধ্যমে যুব সমাজকে দেশ প্রেমিক জনশক্তিতে পরিণত করতে এককভাবে নেতৃত্ব দিয়েছে যুবলীগ।
বক্তারা বলেন, আগামী ১১ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে যুব-মহাসমাবেশের স্রোতে বিএনপি’র ক্ষমতায় যাওয়ার দিবা-স্বপ্ন ভেঙ্গে যাবে।
বক্তব্য রাখেন হারুনুর রশীদ, জামাল উদ্দিন, মোহাম্মদ হানিফ, মেজবাহ উদ্দিন মাঈনু, নুর মোহাম্মদ খোকন, ফ্রান্সিস রেবারিও, মো.সায়েম চৌধুরী, ইঞ্জিনিয়ার দিদারুল আলম, ইদ্রিস চৌধুরী, তুষার সম্পদ, মুহাইমিনুল ইসলাম, নূর মাহমুদ, বিশ্বজিত সেন, মোফাজ্জল হায়দার, এরশাদুল হক, মিজানুর রহমান শুভ, মো. সাব্বির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।