ঢাকায় মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর

| শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

সব কাজ শেষে দেশের প্রথম মেট্রোরেল চালুর জন্য প্রস্তুত; আগামী ২৮ ডিসেম্বর ঢাকা নগরীতে বহুল আকাঙ্খিত নতুন এ গণপরিবহন ছুটতে শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন মেট্রোরেলের উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপ কমিটির সভায় এ কথা জানান। তিনি বলেন, ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করবেন। খবর বিডিনিউজের।

মেট্রোরেল যুগে প্রবেশের জন্য বাংলাদেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে এর আগে গত ১২ ডিসেম্বর জানিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। সেদিন চলতি মাসের শেষ সপ্তাহে দেশের প্রথম মেট্রোরেল চালুর জন্য শেষ সময়ের কাজ গোছানোর কার্যক্রম চলছে বলে সাংবাদিকদের জানানো হয়।

উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষের পর সাধারণের চলাচলের জন্য বৈদ্যুতিক এ ট্রেন চলাচল শুরুর কথা সেদিন জানানো হয়। প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ছুটবে মেট্রোরেল। তবে উদ্বোধনের পর পুরোদমে চলবে না ঢাকার প্রথম এই মেট্রোরেল।

প্রথম সপ্তাহে শুধু সকালে ও বিকালে চলবে। ধীরে ধীরে চলার সময় বাড়বে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে নয়টি। এর ভাড়া প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। মেট্রোরেল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ প্রযুক্তিতে তৈরি ছয় বগির ট্রেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ছুটবে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলা হল সদ্যোজাত শিশুর লাশ
পরবর্তী নিবন্ধসাহারবিল ইউপি চেয়ারম্যান কারাগারে