ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিবেন চট্টগ্রামের ১৫ হাজারের অধিক নেতাকর্মী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় বিএনপির আজকের মহাসমাবেশে যোগ দিচ্ছেন দলটির চট্টগ্রামের ১৫ হাজারের অধিক নেতাকর্মী। এর মধ্যে পাঁচ হাজারের অধিক নেতাকর্মী আছেন চট্টগ্রাম মহানগর ও এর আওতাধীন ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড থেকে অংশ নেয়া বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের। বাকিরা উত্তর ও দক্ষিণ জেলার। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা যাওয়া নেতাকর্মীদের মধ্যে চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলার শীর্ষ নেতারা রয়েছেন। আছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও। এর বাইরে বিপুল সংখ্যক তৃণমূলের কর্মী যোগ দিবেন সমাবেশে। পথে প্রতিবন্ধকতার শঙ্কায় গত শুক্রবার থেকে ধাপে ধাপে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়েন বলেও জানান তারা।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আজাদীকে বলেন, চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা থেকে অগণিত নেতাকর্মী সমাবেশে যোগ দিবেন। ইতোমধ্যে তারা ঢাকা চলে এসেছেন। লাখ লাখ লোকের অংশগ্রহণে সমাবেশ সফল হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার এই সংগ্রামে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে নেতাকর্মীরা স্বপ্রণোদিতভাবে যোগ দিচ্ছেন।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার আজাদীকে বলেন, উত্তর জেলার আওতাধীন প্রতিটি থানা ও পৌরসভা থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা পৌঁছেছেন। এই সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে হলেও দাবি করেন তিনি।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান আজাদীকে বলেন, ঢাকায শান্তিপূর্ণ মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ৮ উপজেলা ও ৬ পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন। সরকারের পদত্যাগের দাবিতে একদফা দাবির এই মহাসমাবেশ মাইলফলক হয়ে থাকবে বলে দাবি করেন তিনি।

নগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজাদীকে বলেব, মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম মহানগর থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকা এসেছেন। এর মধ্যে ৪৩টি ওয়ার্ড ও ১৫ থানার প্রায় ৩ হাজার বিএনপি নেতাকর্মী আছেন। পুলিশি বাধা ও হয়রানি এড়াতে এবার সবাই আগে ভাগে ঢাকায় চলে এসেছেন। সরকার পতনের এক দফা দাবির এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ আজাদীকে বলেন, শুধু মহানগর থেকে যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিতে ঢাকায় এসেছেন। মহানগর থানা এবং ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক সিনিয়র নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। তিনি বলেন, মহানগরের বাইর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আরো এক হাজারে অধিক নেতাকর্মী সমাবেশে যোগ দিবেন।

নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এইচ এম রাশেদ খান আজাদীকে বলেন, মহানগরের আওতাধীন প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কয়েকদিন আগেই ঢাকা এসে গেছেন। সিনিয়র নেতাকর্মীদের কেউ এখন চট্টগ্রামে নেই, সবাই ঢাকায় অবস্থান করছেন। মহানগর থেকে সব মিলিয়ে এক হাজারের বেশি সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী সমাবেশে যোগ দেবেন বলেও দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৩০ জুলাই চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
পরবর্তী নিবন্ধযা আছে ২৩ শর্তে