চট্টগ্রাম টেস্ট শেষ হয়েছে ম্যাচের একেবারে পঞ্চম দিনে। বলা যায় পুরো পাঁচ দিন খেলা হয়েছে এই টেস্টে। গত বৃহষ্পতিবার চট্টগ্রাম টেস্ট হলেও বাংলাদেশ এবং শ্রীলংকা দল ঢাকা ফিরেছে গতকাল শুক্রবার। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দুই দল। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। গতকাল দুই দলই বিশ্রামে কাটিয়েছে।
আজ থেকে শুরু হবে দ্বিতীয় টেস্টের অনুশীলন। ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ মে থেকে। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচটিই গড়ে দেবে সিরিজের ভাগ্য। চট্টগ্রাম টেস্টে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
লঙ্কানদের প্রথম ইনিংসে ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৫ রান। জবাবে দ্বিতীয়বার ব্যাটিংয়ে ১৬১ রানে ৬ উইকেট হারালেও দিনেশ চান্দিমাল আর নিরোশান ডিকভেলা প্রতিরোধ গড়ে রোমাঞ্চে জল ঢেলে দেন। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তুললে ড্র মেনে নেয় দুই পক্ষ।