রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহের পাশে নীল ড্রামে পাওয়া লাশটির ২৬ টুকরো গণনার কথা জানিয়েছে পুলিশে। অর্থাৎ চূড়ান্ত বর্বরতা হয়েছে খুন হওয়া ব্যক্তিটির সঙ্গে, তাকে হত্যার পর অন্তত ২৬ খণ্ড করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাতের সড়কে নীল রঙের দুটি ড্রামে খণ্ড–বিখণ্ড লাশটি পাওয়া যায়। খবর বাংলানিউজের। এই ব্যক্তি হলেন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা আশরাফুল হক। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তবে তিনি কীভাবে খুন হয়েছেন, কারা এই ড্রামে তার খণ্ডিত লাশ ফেলে গেল তা তদন্তে নেমেছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলানিউজকে বলেন, ড্রামের ভেতরে পাওয়া খণ্ডিত লাশের মোট ২৬ টুকরো গণনা করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ–কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আঙুলের ছাপের মাধ্যমে তার নাম জানা যায় আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। বাবার নাম আবদুর রশিদ, মায়ের নাম এছরা খাতুন। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।












