ঢাকার তেজগাঁও রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় তেজগাঁও বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ সাঈদ (২০) নামে ওই শিক্ষার্থী গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তেজগাঁও রেল স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝে পড়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান। তিনি জানান, মূলত ঘটনাস্থলেই এইচএসসি ফল প্রত্যাশী ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর বিডিনিউজের।
কলেজের কাগজপত্রে জুয়েল শীল নাম থাকা ওই শিক্ষার্থী ধর্মান্তারিত হয়ে আবদুল্লাহ সাঈদ নাম নিয়েছেন জানিয়ে সহপাঠীদের উদ্ধৃত করে ওসি বলেন, কলেজে সবাই তাকে সাঈদ বলে ডাকতেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় হোতালিয়া গ্রামে। তার বাবার নাম বিধু কুমার শীল। তিনি তেজগাঁও এলাকায় একটি মেসে থাকতেন।
কমলাপুর রেলওয়ে থানার এসআই কামরুল ইসলাম জানান, গত বছর ওই শিক্ষার্থী এফিডেভিট করে মুসলমান হন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার নাম জুয়েল শীল রয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মরদেহ নেওয়ার জন্য আসবে বলে প্রথমে জানিয়েছিলেন। তবে রাতে তারা আসতে অপরাগতা জানান। এতে পুলিশ কিছুটা বিপাকে পড়েছে বলে এসআই কামরুল।
তিনি জানান, ওই শিক্ষার্থীর মরদেহ তার মুসলিম সহপাঠীরা নিয়ে যেতে চাইলেও দেওয়া হয়নি। আমরা মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রেখেছি। তার মরদেহ কোন ধর্মীয় রীতি অনুযায়ী এবং কোথায় নেওয়া হবে সে ব্যাপারে বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।