ঢাকায় এশিয়া কাপের সভা হওয়া নিয়ে শঙ্কার মেঘ আরও ঘনিভূত হলো। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডসহ এসিসির আরও কিছু সদস্য এসিসি সভা ঢাকায় হলে সেটা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সভাটি হওয়ার কথা ২৪ জুলাই। এক সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভিকে বলেছে, সভাটি ঢাকায় হলে তারা তাতে অংশ নেবে না। মূলত বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক টানাপোড়েনই এর কারণ। এমন সিদ্ধান্তে ভারতের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। তারাও সভার ভেন্যু নিয়ে নিজেদের অপারগতা প্রকাশ করেছে। অবশ্য সদস্যদের নারাজি সত্ত্বেও এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি ঢাকাতেই সভা আয়োজন করার ব্যাপারে অনড়। ইন্ডিয়া টুডেকে একটি সূত্র বলেছে, ‘বিসিসিআই তাদের অবস্থান স্পষ্টভাবে এসিসি এবং চেয়ারপারসন নাকভিকে জানিয়েছে।
তারা ব্যক্তিগতভাবে ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি।’ এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে যদি প্রধান সদস্য বোর্ডগুলোর অংশগ্রহণ না থাকে, তাহলে সেই বৈঠকের যেকোনও সিদ্ধান্ত অকার্যকর বলে গণ্য হতে পারে। এর ফলে এশিয়া কাপ আয়োজন নিয়ে একটি অচলাবস্থার তৈরি হয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, নাকভির ঢাকায় বৈঠক রাখার ওপর জোর দেওয়াকে অনেকেই ভারতের ওপর এশিয়া কাপ ইস্যুতে অপ্রত্যাশিত চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নির্ধারিত বৈঠকের আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত এসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ফলে এশিয়া কাপের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।