ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আবারও ৩.৬ মাত্রার ভূমিকম্প

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিঘএশল নরসিংদীর ঘোড়াশালে। খবর বাসসের।

গত শুক্র ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় কয়েকশ’র বেশি মানুষ।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ধরা পড়ল ১৬৬ কেজি ওজনের ভোল মাছ
পরবর্তী নিবন্ধসম্পূরক চার্জশিটে যুবলীগকর্মী জাফরকে অন্তর্ভুক্ত