আগামী ৭ জানুয়ারি ঢাকায় গুলিস্তান চত্বরে ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনা উত্তর জেলার মতবিনিময় গত ২৭ ডিসেম্বর হাটহাজারী সদরস্থ একটি রেস্টুরেন্টে মুহাম্মদ ওবাইদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব স উ ম আব্দুস সামাদ।
তিনি বলেন, বড় দুই দলের রেষারেষির রাজনীতিতে দেশবাসী আজ ক্ষুব্ধ ও হতাশ। ক্ষমতা আঁকড়ে থাকা এবং যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তিনি ঢাকায় ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ইয়াছিন হোসাইন হায়দরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জসিম উদ্দিন আলকাদেরী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, অধ্যাপক আব্দুর রহিম মুনিরী, আব্দুল খালেক আলকাদেরী, আলী শাহ্ নেছারী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।