লোহাগাড়ার পদুয়ায় দগ্ধ হয়ে নাজিফা জান্নাত ছামিহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ছামিহা ২ নম্বর ওয়ার্ডের বালির পাড়ার মো. হারুনের মেয়ে ও বালির পাড়া তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
একই ঘটনায় আহত অপর দুই শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলো একই এলাকার মো. ওসমানের মেয়ে আনিকা (৭) ও মো. হাসানের পুত্র মো. ঈশান (৫)। তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত শিশুর চাচা নুরুল আবছার জানান, ১৭ অক্টোবর বিকালে ছামিহার মা বসতঘরের আশপাশে ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা একত্রিত করে আগুন লাগিয়ে দেন। এ সময় শিশুরা পাশে খেলাধুলা করছিল। আগুন দেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ বিস্ফোরণ হলে তারা দগ্ধ হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার ছামিহার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত কোনো বোতলের মধ্যে বিস্ফোরক জাতীয় দ্রব্য ছিল। যার ফলে আগুন দেওয়ার কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. শব্বির আহমদ জানান, গতকাল সকাল ১১টার দিকে নামাজে জানাজা শেষে শিশু ছামিহাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।