ঢাকায় গাইবে পাকিস্তানি ব্যান্ড বায়ান, সঙ্গে এনজেল নূর ও আরিয়ান

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে কনসার্ট করতে ঢাকায় পাকিস্তানি ব্যান্ড ও শিল্পীরা আসছেন ধারাবাহিকভাবে। সেই তালিকায় যুক্ত হল ব্যান্ড ‘বায়ান’ এর নাম। আগামী ২৬ মে ঢাকার কেআইবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের কনসার্ট। এই ব্যান্ডের সঙ্গে গাইবেন দেশের দুই তরুণ সংগীতশিল্পীও। তারা হলেন এনজেল নূর ও আরিয়ান চৌধুরী। এই কনসার্টের আয়োজন করেছেন জির্কোনিয়াম প্রতিষ্ঠান। দুই মাস ধরেই প্রতিষ্ঠানটি ফেইসবুকে প্রচারণা চালিয়ে এসেছে। দুই ক্যাটাগরিতে মিলছে কনসার্টের টিকেট। ভিআইপি টিকেটের মূল্য ১০ হাজার এবং সাধারণ সারির টিকেট মূল্য ৩ হাজার টাকা ধরা হয়েছে। খবর বিডিনিউজের।

কিছুদিন আগেই ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এছাড়া, চলতি মাসের ২ তারিখ প্রতিষ্ঠান অ্যাসেন বাজ থেকে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিলেন। তবে কনসার্ট হয়নি, আগেই স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। এমন সব ঘটনার মধ্যে ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ কনসার্ট নিয়ে আপনারা কতটুকু প্রস্তুত প্রশ্নে জির্কোনিয়ামের কর্ণধার আমির রহিম আফতাব বলেছেন, এটা একটি ছোট আয়োজন, আয়োজকরাও বেশ আত্নবিশ্বাসী। আমাদের টিকেট বিক্রির অফিশিয়াল প্ল্যাটফর্ম রয়েছে। সব প্রস্তুতি নিয়েই কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন অ্যালবাম ‘সফর’ প্রকাশ উপলক্ষে বিভিন্ন দেশে কনসার্ট করছে ‘বায়ান’। সেই ট্যুরের অংশ হিসেবে প্রথমবার বাংলাদেশে আসছে ব্যান্ডটি। এ কনসার্টে সফর অ্যালবামের গানগুলো গাইবে বায়ান।

এছাড়া নেহি মিলতা, মেরা মুসাফির, সুনো, ফারদা, কাহা যাউসহ তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবে। বায়ান ব্যান্ডের সদস্যরা হলেন আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ ও হায়দার আব্বাস।

পূর্ববর্তী নিবন্ধআবারো পৃথিবীর মুখোমুখি হব আরো শক্তিশালী হয়ে : নুসরাত ফারিয়া
পরবর্তী নিবন্ধনাট্যসম্ভারে আজ ‘ইজ্জত’