ঢাকার শাহজাদপুর এলাকায় একটি আবাসিক হোটেলে আগুনে চারজন নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সোয়া ১২টার দিকে সৌদিয়া হোটেলে ওই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে বেলা সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
দুইটি ইউনিটের চেষ্টায় বেলা ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরে ভবনটি তল্লাশি করে ষষ্ঠ তলা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনকে ওয়াশরুম থেকে ও তিনজনকে সিঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল। নিহত চারজনই পুরুষ জানালেও তাদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। খবর বিডিনিউজের।
গুলশান থানার এসআই পলাশ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা তাদের নাম–পরিচয় জানার চেষ্টা করছি।